Image description

জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে জাতিগত ন্যায়বিচারের দাবিতে হাঁটু গেড়ে বসে বিক্ষোভে অংশ নেওয়া একদল এফবিআই এজেন্টকে বরখাস্ত করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ২০ জনেরও বেশি এজেন্টকে বরখাস্ত করা হয়েছে, যাদের মধ্যে অন্তত ১৫ জন ওই দিন হাঁটু গেড়ে বিক্ষোভে সমর্থন জানিয়েছিলেন।

২০২০ সালের মে মাসে ওয়াশিংটন ডিসিতে কৃষ্ণাঙ্গ ব্যক্তি জর্জ ফ্লয়েডকে একজন পুলিশ অফিসার ঘাড়ে হাঁটু চেপে হত্যা করেছিলেন, যা বিশ্বব্যাপী ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের জন্ম দেয়। এই ঘটনার প্রেক্ষিতে জাতিগত ন্যায়বিচার ও পুলিশ সংস্কারের দাবিতে হাঁটু গেড়ে বসা বিক্ষোভের একটি প্রতীকী রূপ হয়ে ওঠে। তবে এফবিআইয়ের সাম্প্রতিক এই পদক্ষেপ বিতর্কের জন্ম দিয়েছে।

প্রতিবেদন অনুসারে, বরখাস্তের এই ঘটনা গত ফেব্রুয়ারিতে রিপাবলিকান-নিয়ন্ত্রিত মার্কিন সিনেট কর্তৃক ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ অনুগত কাশ প্যাটেলকে এফবিআইয়ের প্রধান হিসেবে নিয়োগের পর থেকে শুরু হওয়া ধারাবাহিক পদক্ষেপের অংশ। প্যাটেলের নেতৃত্বে এফবিআইয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে, যা সংস্থাটির অভ্যন্তরীণ কার্যক্রম ও মনোবলের উপর প্রভাব ফেলছে।

এফবিআই এজেন্টস অ্যাসোসিয়েশন এই বরখাস্তের তীব্র নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, “কাশ প্যাটেলের নেতৃত্বে এই বিপজ্জনক পদক্ষেপগুলো এফবিআইকে দুর্বল করছে, মূল্যবান দক্ষতা হ্রাস করছে এবং নেতৃত্ব ও কর্মীদের মধ্যে আস্থার সংকট সৃষ্টি করছে। এটি দক্ষ এজেন্ট নিয়োগ ও ধরে রাখার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে, যা আমাদের জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে।”

বিবিসির পক্ষ থেকে এই বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে এফবিআই কোনো প্রতিক্রিয়া জানাতে অস্বীকৃতি জানিয়েছে।

এই ঘটনা যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে রাজনৈতিক প্রভাব এবং প্রতিবাদের স্বাধীনতা নিয়ে নতুন করে প্রশ্ন উত্থাপন করেছে। বিশ্লেষকরা মনে করছেন, এফবিআইয়ের এই পদক্ষেপ সংস্থাটির স্বাধীনতা ও নিরপেক্ষতার উপর প্রশ্ন তুলতে পারে।