Image description

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান এবং প্রোপোর্শনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এই সমাবেশে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

গাউছিয়া মার্কেটে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান। তিনি বলেন, “জুলাই বিপ্লবের শিক্ষা হচ্ছে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার। একনায়কতন্ত্র ও ফ্যাসিবাদমুক্ত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করা আবশ্যক। বাংলাদেশের মানুষ আর ফ্যাসিবাদী কাঠামোয় ফিরে যেতে চায় না, কোনো স্বৈরশাসক বা একনায়ক দেখতে চায় না। ডামি নির্বাচন বা দিনের ভোট রাতে করার মতো নাটক আর জনগণ মেনে নেবে না।”

তিনি আরও বলেন, “বিগত ফ্যাসিবাদী আমলের অন্যায়, জুলুম, নির্যাতন, গুম ও খুনের বিচার এখনো দৃশ্যমান নয়। জুলাই আন্দোলনের চেতনা ও প্রেরণা বাস্তবায়নের জন্য জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করতে হবে। এই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা জরুরি।”

সমাবেশে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা উত্তরের আমীর মাহফুজুল ইসলাম আবদুল মজিদ। তিনি বলেন, “পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কালো টাকার প্রভাব, ভোট কেন্দ্র দখল এবং নির্বাচনী জালিয়াতি বন্ধ হবে। এটি একটি সুষ্ঠু ও ন্যায্য নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা। তিনি বলেন, “বাংলাদেশের সবচেয়ে বড় অভাব হচ্ছে সৎ ও যোগ্য নেতৃত্ব। রাজনৈতিক নেতৃবৃন্দ যদি সততা, আন্তরিকতা, দেশপ্রেম এবং আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি নিয়ে কাজ করেন, তাহলে বাংলাদেশকে শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করা সম্ভব। বিশ কোটি মানুষের হাতকে কর্মীর হাতে পরিণত করতে পারলে আমরা বিশ্বের জন্য উদাহরণ হতে পারি।” তিনি রূপগঞ্জকে উন্নয়নের রোল মডেলে পরিণত করার জন্য সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।

অন্যান্য বক্তার মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী খান, এডভোকেট ইসরাফিল হোসাইন, মাওলানা ফারুক আহমাদ, মোহাম্মদ হানিফ ভূঁঞা, খাইরুল ইসলাম, আনিসুর রহমান প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, যেখানে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জোরালোভাবে উত্থাপিত হয়।