Image description

হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজৈর উপজেলা শাখার নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে  রাজৈর পৌর ঈদগাহ ময়দানে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, উপজেলা হেফাজতের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম মাহমুদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মাদউল্লাহ ফাহমি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা হেফাজতের সভাপতি মাওলানা আলী আহমাদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা হেফাজতের প্রধান উপদেষ্টা মাওলানা নোয়ামুতুল্লাহ আল-ফারিদী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা জিয়াউল হক কাসেমী, সাংগঠনিক সম্পাদক মুফতি জামাউদ্দিন খান, মুফতি উসামা খান মাদানী, মাওলানা গোলাম হোসাইনসহ অনেকে।

অনুষ্ঠানে স্থানীয় আলেম-উলামা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সংবাদকর্মী ও সাধারণ মুসল্লিরা যোগ দেন। প্রাণবন্ত পরিবেশে সাজসজ্জায় জমকালো আয়োজনে পরিচিতি সভাটি সম্পন্ন হয়।

বক্তারা বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ দেশের স্বাধীনতা রক্ষা, ইসলামি সংস্কৃতি, শিক্ষা বিস্তার ও সামাজিক ন্যায়ের পক্ষে কাজ করে যাচ্ছে। তারা নবগঠিত কার্যনির্বাহী পরিষদকে অভিনন্দন জানিয়ে আগামী দিনের দায়িত্ব নিষ্ঠা ও দক্ষতার সাথে পালনের আহ্বান জানান।