Image description

এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত এই রোগে মৃতের সংখ্যা বেড়ে ২০২ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ৩৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মৃত্যু ও নতুন রোগী ভর্তি

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও চট্টগ্রাম বিভাগে একজন করে মোট দুইজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে এই সময়ে চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৯৬ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৯০ জন, বরিশাল বিভাগে ৮৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫২ জন ও রাজশাহী বিভাগে ১৫ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিভাগভিত্তিক ডেঙ্গু চিত্র

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ২০২ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (৯৫ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে।

পাশাপাশি এই সময়ে অন্যান্য বিভাগে মৃত্যুর সংখ্যা নিম্নরূপ:

বরিশাল বিভাগে: ৩২ জন

ঢাকা উত্তর সিটি করপোরেশনে: ২৭ জন

চট্টগ্রাম বিভাগে: ২৪ জন

রাজশাহী বিভাগে: ১০ জন

ময়মনসিংহ বিভাগে: ৬ জন

খুলনা বিভাগে: ৫ জন

ঢাকা বিভাগে: ৩ জন

ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং মশার বংশবিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি।