
বগুড়ার শিবগঞ্জে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “আদর্শ মানবসেবা সংগঠন” এর উদ্যোগে বৃক্ষ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর, ২০২৫) দুপুর ১২টায় উপজেলার বিহার ইউনিয়নের শোলাগাড়ী আল আবরা ইসলামী স্কুল এন্ড মাদ্রাসায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা কমিটির সভাপতি এম.এ ইসলাম আরিফ। উপজেলা কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শিহাবুল ইসলাম শিহাবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের সভাপতি রশিদুর রহমান রানা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোহাম্মদ হোসাইন, সংগঠনের উপজেলা কমিটির সহ-সভাপতি আল-আমিন ইসলাম এবং মোকামতলা ইউনিয়ন কমিটির সভাপতি সোহাগ ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও উপজেলা কমিটির প্রচার সম্পাদক সাংবাদিক আব্দুর রহমান নাহিদ, সহ-অর্থ বিষয়ক সম্পাদক আতিক হাসান সোহাগ, কুটিরশীল্প সম্পাদক গোলাম রাব্বানী, মোকামতলা ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, অর্থ সম্পাদক শামিম মিয়া, প্রচার সম্পাদক খোকন মিয়া, সহ-প্রচার সম্পাদক আসিফ হাসান, দপ্তর সম্পাদক রিফাত হোসেন এবং ক্রীড়া সম্পাদক বাপ্পি মিয়া।
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের মাঝে প্রায় ১৫০টি আমগাছের চারা বিতরণ করা হয়। এই উদ্যোগের মাধ্যমে পরিবেশ রক্ষা ও সবুজায়নের প্রতি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে সংগঠনটি।
আদর্শ মানবসেবা সংগঠনের যাত্রা ও কর্মকাণ্ড:
২০২২ সালে মোকামতলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড থেকে মাত্র ৫০ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে আদর্শ মানবসেবা সংগঠন। বর্তমানে উপজেলা ও ইউনিয়ন মিলিয়ে সংগঠনটির সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০০ জনে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি, অসহায়দের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা, গৃহহীনদের জন্য ঘর উপহার, মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, উপজেলার ১২টি ইউনিয়নে প্রায় দুই হাজার বৃক্ষরোপণ এবং ঈদে অসহায় পরিবারের মাঝে উপহার বিতরণ।
এই সংগঠনের নিরলস প্রচেষ্টা ও সামাজিক কার্যক্রম স্থানীয় জনগণের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে সংগঠনটি।
Comments