এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন অব্যাহত, শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক ব্যর্থ

মূল বেতনের ওপর ২০ শতাংশ বাড়িভাড়া, চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করার ৩ দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন অব্যাহত থাকবে। শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক ফলপ্রসূ না হওয়ায় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজী এই ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান।
ব্রিফিংকালে দেলোয়ার হোসেন আজিজী বলেন, "শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়নি। আলোচনার নামে আমাদের সঙ্গে 'আইওয়াশ' করা হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাব।"
এর আগে এদিন দুপুর ১টার দিকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে বৈঠক করতে শিক্ষক প্রতিনিধিদের একটি দল সচিবালয়ে আসে। এরপর উভয়পক্ষের মধ্যে দীর্ঘসময় ধরে বৈঠক অনুষ্ঠিত হয়।
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাদের ৩ দফা দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সবশেষ বুধবার (১৬ অক্টোবর) দাবি আদায়ে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে বিক্ষোভ সমাবেশ করেন তারা। ওইদিন 'শাহবাগ ব্লকেড কর্মসূচির' অংশ হিসেবে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে পদযাত্রা করে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করেন তারা। লাগাতার আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার পঞ্চম দিনের মতো 'মার্চ টু যমুনা' কর্মসূচি পালনের কথা রয়েছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের।
উল্লেখ্য, আন্দোলন চলাকালে গত রোববার (১২ অক্টোবর) প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশের সঙ্গে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এরপর থেকে সারাদেশে পাঠদান বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা।
Comments