Image description

পাবনার আটঘরিয়া উপজেলায় ২০২৫-২০২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আগাম শীতকালীন সবজি ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আটঘরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এর শুভ উদ্বোধন করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা মোতমাইন্নার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজিম উদ্দীন, সমাজসেবা কর্মকর্তা ইসমত জেরিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত, মৎস্য কর্মকর্তা এএসএম নাজেম উদ্দিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাহাবুদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মান্নান প্রমুখ।

উপসহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল হক সহ কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা মোতমাইন্না বলেন, আটঘরিয়া উপজেলা ও পৌরসভায় মোট ৪৩০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মিষ্টি কুমড়া, শসা, বেগুনের বীজ এবং ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি করে জনপ্রতি কৃষকের মাঝে বিতরণ করা হয়। এছাড়াও কৃষি অফিস থেকে এসকল কৃষকদের সার্বিক সহযোগিতা দেওয়া হয়।