Image description

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো সেকশনে আগুন লাগার ঘটনায় সব ধরনের বিমান ওঠানামা বন্ধ রয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে কার্গো সেকশনের পাশের একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী ও বিমানবাহিনী কাজ করছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, আগুনের কারণে শনিবার দুপুর ২টা ৩০ মিনিটের পর থেকে বিমানবন্দরে কোনো ফ্লাইট ওঠানামা করছে না। এমনকি রিয়াদ থেকে আসা একটি ফ্লাইটকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, “কার্গো সেকশনের পাশে একটি অংশে দুপুর ২টা ৩০ মিনিটের দিকে আগুন লাগে। এই এলাকায় আমদানি করা পণ্য মজুদ রাখা হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে সেনাবাহিনী ও বিমানবাহিনী কাজ করছে।”

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। এছাড়া আরও ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছাচ্ছে।

আগুনের কারণে বিমানবন্দরের কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এবং ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনে দ্রুত স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে। তবে আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত বিমান ওঠানামা বন্ধ থাকবে বলে জানা গেছে।

এ ঘটনায় বিমানবন্দরে আটকা পড়া যাত্রীদের সুবিধার জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।