Image description

ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন সাড়ে ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। শনিবার রাতে ফায়ার সার্ভিসের ঢাকা কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খায়রুল ইসলাম রনি এ তথ্য জানান।

তিনি জানান, রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় শাহজালাল বিমানবন্দরের ফ্লাইট চলাচল পুনরায় চালু করা হয়েছে। 

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউছার মাহমুদ বলেন, ৯টা ৬মিনিটে ফ্লাই দুবাইয়ের একটি উড়োজাহাজ শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছে।