
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পর ৯ নম্বর গেটে দিয়ে আমদানি পণ্য খালাস শুরু হয়েছে। আজ সোমবার দুপুর দেড়টার দিকে ইয়াংগুন নামে একটি আমদানি প্রতিষ্ঠানের গার্মেন্টস পণ্যের চালান খালাস করা হয়।
ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ জানান, এর আগে গতকাল রোববার রাতে অন্য একটি আমদানি প্রতিষ্ঠানের পণ্য বিমানবন্দরে ৯ নম্বর এ গেট দিয়ে খালাস করা হয়েছে।
ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, বিমানবন্দর আমদানি কার্গো ভিলেজে ভয়াবহ আগুনে বিভিন্ন প্রতিষ্ঠানের আমদানি পণ্য পুড়ে গেছে। কিছু পণ্য সরানোর কারণে এখনো তা ভালো আছে। কিন্তু এসব পুড়ে যাওয়ায় আমদানি কার্গো ভবনের গেট দিয়ে খালাস করার পরিবেশ নেই। এ কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ ৯ নম্বর গেট দিয়ে পণ্য খালাসের জন্য ব্যবস্থা করা হয়েছে। কাস্টমস কর্তৃপক্ষ পণ্যের কাগজপত্র তল্লাশি করে খালাস দেয় বলে জানান সংশ্লিষ্ট পণ্য খালাসকারী সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠানের কর্মীরা (কাস্টমস সরকার)।
ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মিজানুর রহমান বলেন, গত শনিবার দুপুর সোয়া দুইটার দিকে হঠাৎ ভয়াবহ আগুনে পুড়ে যায় বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজের বিভিন্ন পণ্য সামগ্রী।
তিনি বলেন, এ ঘটনায় বিভিন্ন এয়ারলাইনস কার্গো পরিবহন করছে না। আমরা সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষকে বিভিন্ন এয়ারলাইনসকে কার্গো পরিবহনে চিঠি দেওয়ার জন্য বলেছি।
সংগঠনের এ সভাপতি বলেন, এখন (বিকেল সাড় ৩টা) পর্যন্ত ওই চিঠির জবাব দেয়নি সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ। বিভিন্ন এয়ারলাইনস বিদেশ থেকে কার্গো পরিবহন করলে তা খালাস করার জন্য প্রস্তুত আছে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার জনবল।
এর আগে, শনিবার দুপুর আড়াইটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। পরবর্তীতে গতকাল রোববার আগুন পুরোপুরি নির্বাপণ করে ফায়ার সার্ভিস।
Comments