
নারী ওয়ানডে বিশ্বকাপে আজ সোমবার নাভি মুম্বাইতে বাংলাদেশ ও শ্রীলঙ্কা মুখোমুখি হয়। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা। বাংলাদেশের বোলারদের দারুণ নৈপুণ্যে, বিশেষ করে স্বর্ণা আক্তারের অনবদ্য বোলিংয়ে, শ্রীলঙ্কা ৪৮.৪ ওভারে সব উইকেট হারিয়ে ২০২ রান সংগ্রহ করে। স্বর্ণা আক্তার ১০ ওভার বল করে ৪টি মেডেনসহ ২৭ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন।
ইনিংসের প্রথম বলেই মারুফা আক্তারের ইনসুইং বোলিংয়ে শ্রীলঙ্কার ওপেনার ভিশ্মি গুনারত্নে এলবিডব্লিউর ফাঁদে পড়ে বোকা বনে যান। তবে এরপর অধিনায়ক চামারি আতাপাত্তু ও হাসিনি পেরেরা দ্বিতীয় উইকেটে ৭১ রানের একটি দারুণ জুটি গড়েন। ৪৬ রান করে আতাপাত্তু ফিরে গেলে এই জুটি ভাঙে।
দ্রুত আরও দুটি উইকেট তুলে নেয় বাংলাদেশ, যার ফলে দলীয় ১০০ রানেই ৪ উইকেট হারায় লঙ্কানরা। এরপর হাসিনি পেরেরা ও নিলাকশিকা সিলভা পঞ্চম উইকেটে ৭৪ রানের জুটি গড়ে শ্রীলঙ্কাকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। হাসিনি ব্যক্তিগত ৮৫ এবং সিলভা ৩৭ রানে ফিরে যাওয়ার পর শ্রীলঙ্কার ইনিংসে আর তেমন কোনো রান যোগ হয়নি। তারা শেষ ৬ উইকেট হারায় মাত্র ২৮ রানের মধ্যে, ফলে শ্রীলঙ্কার ইনিংস ২০২ রানেই গুটিয়ে যায়। লঙ্কানদের শেষ ৬ উইকেটের ৩টিই নেন স্বর্ণা আক্তার।
বাংলাদেশের হয়ে রাবেয়া খান ২টি উইকেট নেন। এছাড়া মারুফা, নিশিতা ও নাহিদা একটি করে উইকেট লাভ করেন।
Comments