সিরাজগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু (৮৩) মারা গেছেন। আজ মঙ্গলবার তিনি মারা যান।
জুলাই অভ্যুত্থানের সময় আলোচিত এনায়েতপুর থানায় হামলা, অগ্নিসংযোগ ও ১৫ পুলিশ হত্যা মামলাসহ চারটি মামলার আসামি ছিলেন আহমদ মোস্তফা খান বাচ্চু। গত বছরের ৪ আগস্ট এনায়েতপুর থানায় হামলার ঘটনা ঘটে। আর চলতি বছরের ২৪ এপ্রিল থেকে তিনি জেলা কারাগারে ছিলেন।
আহমদ মোস্তফা খান বাচ্চুর মৃত্যুর তথ্য নিশ্চিত করে সিরাজগঞ্জ জেলা কারাগারের জেল সুপার এ.এস.এম. কামরুল হুদা বলেন, ‘আহমদ মোস্তাফা খান উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক, কিডনি ও হার্টের রোগী ছিলেন। আজ সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুপুরে ময়নাতদন্ত শেষ মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়েছে।’
সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আর এম ও) ডাক্তার শিমুল তালুকদার বলেন, হাসপাতালে আনার আগেই আহমদ মোস্তাফা খানের অবস্থা নাজুক ছিল। হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর কারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সুরতহাল শেষে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়।




Comments