Image description

সম্প্রতি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে প্রবল ঘূর্ণিঝড় 'মোন্থা'র তাণ্ডব শেষ হওয়ার পর পরই বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, চলতি মাসের ২১ তারিখ পর্যন্ত সাগরে এই ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা নেই।

নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে মোস্তফা কামাল পলাশ এই তথ্য জানিয়েছেন। সেই সঙ্গে ২১ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে সম্ভাব্য বৃষ্টিপাতের বিষয়েও পূর্বাভাস দিয়েছেন তিনি।

পোস্টে মোস্তফা কামাল পলাশ উল্লেখ করেছেন, সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী চলতি মাসের ২১ নভেম্বর পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা নেই। এই সময়ের মধ্যে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে সামান্য পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া সিলেট ও চট্টগ্রাম বিভাগে এক-দু’দিন হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাস অনুযায়ী, চলতি নভেম্বরে বঙ্গোপসাগর এলাকায় ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও, চলতি মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।