Image description

আজ সকাল ১০টা ৩৮ মিনিটে ‘৫.৫ মাত্রার’ ভূমিকম্পে এখন পর্যন্ত সারাদেশে অন্তত চারজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়াও শুক্রবার (২১ নভেম্বর) দেশের বিভিন্ন এলাকা থেকে ভবনে ফাটল ধরাসহ পলেস্তরা খসে পড়ার তথ্য এসেছে। 

বেলা ১২টা পর্যন্ত বিভিন্ন স্থান থেকে পাওয়া ক্ষয়ক্ষতির একটি তালিকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ প্রকাশ করেছে।

এক বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস জানিয়েছে, ভূমিকম্পের সময় ঢাকার বংশালে একটি ভবনের রেলিং ভেঙে পড়ে ‘তিন পথচারীর’ মৃত্যু হয়। অন্যদিকে, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি ভবনের দেয়াল ধসে দশ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনাগুলোতে মোট চারজনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। 

আরমানিটোলা কসাইটুলিতে ৮ তলা ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। তবে সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে ২টি ইউনিট সেখানে দেখেছে, ভবনের কোনো ক্ষতি হয়নি। পলেস্তারার কিছু আলগা অংশ ও কিছু ইট খসে পড়েছিল। ফায়ার সার্ভিস যাওয়ার পরে কোনো হতাহত পায়নি।

খিলগাঁও নির্মাণাধীন ভবন থেকে পার্শ্ববর্তী দোতলা একটি ভবনে ইট পড়ে একজন আহত হয়েছেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেছে। ফায়ার সার্ভিসের কোনো উদ্ধার কাজ করতে হয়নি।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের ক্ষয়ক্ষতি প্রসঙ্গে ফায়ার সার্ভিস জানায়, ভূমিকম্পে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। স্যাটেলাইট ফায়ার স্টেশন ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এদিকে বারিধারা ব্লক-এফ, রোড-৫-এর একটি বাসায় আগুনের সংবাদ পাওয়া গেছে উল্লেখ করে ফায়ার সার্ভিস জানায়, বারিধারা ফায়ার স্টেশনের ২টি ইউনিট অগ্নিনির্বাপণ কাজ করছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনাটি ভূমিকম্পের জন্য ঘটেছে কি না তা জানা যায়নি।

পুরান ঢাকার সূত্রাপুরের স্বামীবাগ এলাকায় ৮ তলা একটি ভবন অন্য একটি ভবনে হেলে পড়ার খবর পাওয়া গেছে। সূত্রাপুর ফায়ার স্টেশন ঘটনাস্থলে কাজ করছে।

এ ছাড়া রাজধানীর কলাবাগানের আবেদখালী রোডে একটি ৭ তলা ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে ১টি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে। এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভবন ঠিক আছে, লোকজন আতঙ্কিত হয়ে ফোন করেছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি বাড়িতে আগুন লাগার খবর পেয়েছে ফায়ার সার্ভিস। গজারিয়া ফায়ার স্টেশন থেকে ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

এর আগে সকালে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। এটি মধ্যম মাত্রার ভূমিকম্প।