Image description

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যক্রমে বা তদন্তে কেউ অযাচিত হস্তক্ষেপ বা চাপ প্রয়োগ করলে ভবিষ্যতে তাদের নাম জনসম্মুখে প্রকাশ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। মঙ্গলবার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান স্পষ্ট করে বলেন, “দুদকে যারা অযাচিত চাপ প্রয়োগ করবেন, আগামীতে তাদের নাম আমরা প্রকাশ করে দেবো। তদন্ত বা অনুসন্ধান কাজ বাধাগ্রস্ত করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।”

সভায় দুদকের কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ এবং সচিব মোহাম্মদ খালেদ রহীম উপস্থিত ছিলেন। এ সময় তারা দুদকের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বিষয়ে আলোচনা করেন।