Image description

দেশে ডেঙ্গু পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯৮ জনে—যা ৪০০-এর কোঠা ছুঁইছুঁই করছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫৫ জন রোগী।

সোমবার (৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া দুইজনই পুরুষ।

এই সময়ে হাসপাতালে ভর্তি হওয়া ৪৫৫ জনের মধ্যে সর্বোচ্চ ১০৬ জন রোগী ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার। এছাড়া বরিশালে ৫৭, ঢাকা দক্ষিণ সিটিতে ৫৫, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৩ এবং চট্টগ্রাম বিভাগে ৫১ জন রোগী ভর্তি হয়েছেন।

অন্যান্য বিভাগের মধ্যে রাজশাহীতে ৪৮, খুলনায় ৪৪, ময়মনসিংহে ৩২, সিলেটে ৬ এবং রংপুর বিভাগে ৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮ হাজার ২৮৪ জন। আর মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৯৮ জনের মৃত্যু হয়েছে।