বাংলাদেশ পুলিশে বড় ধরনের রদবদল আনা হয়েছে। একযোগে বাহিনীর ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি করার পাশাপাশি খুলনা মেট্রোপলিটন পুলিশে (কেএমপি) নতুন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বর্তমান কমিশনার (ডিআইজি) মো. জুলফিকার আলী হায়দারকে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
তার স্থলাভিষিক্ত হচ্ছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ জাহিদুল হাসান। তাকে কেএমপির নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
দ্বিতীয় প্রজ্ঞাপনে পুলিশের অতিরিক্ত ডিআইজি, অতিরিক্ত পুলিশ কমিশনার এবং অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আরও ২০ জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন রেঞ্জ ও ইউনিটে বদলি করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার ১৪ জন কর্মকর্তার পদে রদবদল আনা হয়েছিল। এরই ধারাবাহিকতায় আজ আবারও ঊর্ধ্বতন পর্যায়ে এই পরিবর্তন আনা হলো।




Comments