শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলের ‘খাল খনন কর্মসূচি’ আবারও চালু করার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানিয়েছেন, আগামী নির্বাচনে দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে এই উন্নয়ন প্রকল্পটি পুনরায় শুরু করা হবে। সোমবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘বাংলাদেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, “শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দায়িত্বে ছিলেন, তখন তিনি খাল খনন প্রকল্প গ্রহণ করেছিলেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি, জনগণের ভোটে ক্ষমতায় গেলে এই খাল খননের কাজ আবার শুরু করব। দেশের মানুষ বিএনপিকে যতবার সুযোগ দিয়েছে, ততবারই আমরা ভালো কিছু করার চেষ্টা করেছি।” এ সময় তিনি অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে রাষ্ট্রের প্রতিটি অঙ্গকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে।
আসন্ন নির্বাচন ও মনোনয়ন নিয়ে দলের ভেতরে চলা ক্ষোভ-অসন্তোষ নিরসনে নেতাকর্মীদের উদ্দেশে কঠোর বার্তা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ব্যক্তিগত পছন্দ-অপছন্দের চেয়ে ধানের শীষ প্রতীক এবং দলের স্বার্থই সবার আগে।
তারেক রহমান বলেন, “মনোনয়ন নিয়ে হয়তো কারো পছন্দের ব্যক্তি সুযোগ পাননি, কিন্তু মনে রাখতে হবে—এখানে ব্যক্তি বা প্রার্থী মুখ্য নয়। মুখ্য হলো ধানের শীষ, দল এবং দেশের উন্নয়ন পরিকল্পনা। ব্যক্তিগত আবেগের ঊর্ধ্বে উঠে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।”
সামনের দিনগুলো আরও কঠিন হতে পারে উল্লেখ করে তারেক রহমান নেতাকর্মীদের সতর্ক করে বলেন, “সামনের যুদ্ধটা অনেক কঠিন। যদি আমরা ঐক্যবদ্ধ হতে না পারি, তবে সামনে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে।”
তিনি আরও বলেন, আন্দোলনের সময় যেভাবে জনগণকে সম্পৃক্ত করা হয়েছিল, দেশ গড়ার পরিকল্পনা নিয়েও তাদের কাছে যেতে হবে এবং বোঝাতে হবে। কারণ, জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়।




Comments