Image description

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বগুড়ায় বিশাল গণদোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) বাদ আসর শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে হাজারো মানুষের ঢল নামে।

দুপুর থেকেই জেলার ১২টি উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা মাঠে সমবেত হতে থাকেন। আসরের নামাজের পর কানায় কানায় পূর্ণ মাঠটি সাধারণ মানুষের আবেগঘন মিলনমেলায় রূপ নেয়। হাজারো মানুষের সমবেত কণ্ঠে ‘আমিন’ ‘আমিন’ ধ্বনিতে পুরো এলাকায় এক আধ্যাত্মিক ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

গণদোয়ার পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, ‘বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি গণতন্ত্রের জন্য সংগ্রামরত একজন জাতীয় ব্যক্তিত্ব। এই আপসহীন নেত্রী শত নির্যাতন সহ্য করে দেশেই আছেন। তিনি আপস করলে তার ওপর জুলুম-নির্যাতন আসত না। তার দেশপ্রেমের কারণেই মানুষ আজ তার জন্য দোয়া করছে। দেশবাসীর দোয়ায় তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের কল্যাণে কাজ করবেন এটাই আমাদের প্রত্যাশা।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন, উপদেষ্টা ডা. শাহ মো. শাহজাহান আলী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল বাছেদ, ফজলুল বারী তালুকদার বেলাল, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম প্রমুখ।

এছাড়া জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহম্মেদ খান রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন, সাংগঠনিক সম্পাদক সহিদ উন-নবী সালাম, শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিসহ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল ও তাঁতী দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সবশেষে বগুড়া জামিল মাদ্রাসার মুফতি মাওলানা আতাউল্লাহ নিজামী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার পরিবারের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হয়।