মুনাফার ৪০ শতাংশ অর্থ পাবে জুলাই শহীদরা
আতিফ আসলামের কনসার্টে ফ্রি শাটল সার্ভিস দেবে বিআরটিসি
অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নির্ধারিত তারিখেই ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্ট ‘মেইন স্টেজ শো ২০২৫’। আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনক. নিশ্চিত করেছে, আগামী ১৩ ডিসেম্বর পূর্বাচলের চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (সিবিএফইসি) এই মেগা ইভেন্ট অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানিয়েছেন, ভেন্যু নিয়ে পূর্বের সব জটিলতা কেটে গেছে। দর্শকদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে ভেন্যুর ভেতর ও বাইরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া সুশৃঙ্খল প্রবেশ ও প্রস্থান এবং পার্কিংয়ের জন্য বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।
কনসার্টের অন্যতম আকর্ষণ হিসেবে দর্শকদের যাতায়াত সুবিধার জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিআরটিসি বিশেষ ‘ফ্রি পিক অ্যান্ড ড্রপ শাটল সার্ভিস’ প্রদান করবে।
কুড়িল বাস স্ট্যান্ড (বিআরটিসি কাউন্টার) থেকে সরাসরি ভেন্যু এবং ভেন্যু থেকে কুড়িল।
সময়সূচি: যাওয়ার জন্য দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং ফেরার জন্য রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত বাস চলবে।
পিকআপ পয়েন্টে টিকিট প্রদর্শনের মাধ্যমে দর্শকরা এই বাসে উঠতে পারবেন।
যাদের ব্যক্তিগত গাড়ি নেই, তাদের কথা চিন্তা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ব্যক্তিগত গাড়ি বা রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহার করেও দর্শকরা ভেন্যুতে যেতে পারবেন।
কনসার্টটির সহ-আয়োজক হিসেবে রয়েছে মানবিক সংগঠন ‘স্পিরিটস অব জুলাই’। আয়োজকরা ঘোষণা করেছেন, এই কনসার্ট থেকে অর্জিত মুনাফার ৪০ শতাংশ অর্থ ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ প্রদান করা হবে। এই অর্থ জুলাই আন্দোলনের শহীদ ও আহত যোদ্ধাদের পরিবারের দীর্ঘমেয়াদী পুনর্বাসনে ব্যয় করা হবে।
কনসার্টে মূল আকর্ষণ হিসেবে থাকছেন আতিফ আসলাম। এছাড়া মঞ্চ মাতাবে দেশীয় জনপ্রিয় ব্যান্ড নেমেসিস, সংগীত পরিচালক ও শিল্পী ফুয়াদসহ আরও অনেক শীর্ষস্থানীয় শিল্পী।




Comments