অবৈধ ও চোরাই মোবাইল ফোন বন্ধে কার্যকর প্রযুক্তি ‘এনইআইআর’ চালুর তারিখ পরিবর্তন করেছে বিটিআরসি। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে সংস্থাটির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, ১৬ ডিসেম্বরের বদলে আগামী বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি থেকে এই সিস্টেম পুরোদমে কার্যকর হবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, মূলত মোবাইল ফোন ব্যবসায়ীদের সুবিধার্থেই এই সময় বাড়ানো হয়েছে। দেশের মোবাইল ফোন বিক্রেতা ও আমদানিকারকদের কাছে বর্তমানে যেসব হ্যান্ডসেট অবিক্রিত বা মজুদ (স্টক) অবস্থায় আছে, সেগুলোর আইএমইআই (IMEI) তথ্য এনইআইআর সিস্টেমে অন্তর্ভুক্ত করার সময়সীমা ছিল ১৫ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু অনেক ব্যবসায়ী নির্ধারিত সময়ে এই তথ্য হালনাগাদ করতে ব্যর্থ হন। তাদের অনুরোধ ও বাস্তবতার নিরিখে সময়সীমা বৃদ্ধি করে ১ জানুয়ারি করা হয়েছে।
বিটিআরসি সাফ জানিয়ে দিয়েছে, এটিই ব্যবসায়ীদের জন্য শেষ সুযোগ। আগামী ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে তাদের স্টকে থাকা সব হ্যান্ডসেটের তথ্য জমা দিতে হবে।
অবিক্রিত বা মজুদ হ্যান্ডসেটের আইএমইআই ও সংশ্লিষ্ট তথ্য নির্ধারিত মাইক্রোসফট এক্সেল ফরম্যাটে প্রস্তুত করতে হবে।
আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সেই ফাইল [email protected] এই ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।
আগামী ১ জানুয়ারি থেকে এনইআইআর চালু হলে সিস্টেমে নিবন্ধিত নয়—এমন কোনো অবৈধ বা চোরাই ফোন দেশের মোবাইল নেটওয়ার্কে সচল থাকবে না। তাই সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।




Comments