আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিক, উন্নয়ন সহযোগী ও অন্যান্য অংশীজনদের ব্রিফ করবেন পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকাল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ ব্রিফ হওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিক, উন্নয়ন সহযোগী ও অন্যান্য অংশীজনদের ব্রিফ করবেন পররাষ্ট্র সচিব। সেখানে আসন্ন জাতীয় নির্বাচনসহ বাংলাদেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরা হতে পারে।
ঢাকার একটি কূটনৈতিক সূত্র বলছে, ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব আসন্ন সংসদ নির্বাচনের প্রস্তুতি ও রোডম্যাপ, নির্বাচন কমিশনের ভূমিকা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে কূটনীতিক ও উন্নয়ন সহযোগীদের অবহিত করবেন।
ব্রিফিংয়ে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচনি পরিবেশ তৈরিতে অঙ্গীকারের ওপর সরকার যে গুরত্ব দিচ্ছে, সেটি তুলে ধরা হতে পারে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।




Comments