Image description

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাড়ি পরে শুভ বড়দিন উদযাপন করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকার ব্রিটিশ হাইকমিশনের এক বার্তায় এই তথ্য জানা গেছে। বাংলাদেশে তাদের ফেসবুক পেজেও একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।

বার্তায় বলা হয়েছে, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সত্যিকারের বাংলাদেশি স্টাইলে বড়দিন উদযাপন করছেন। তিনি টাঙ্গাইলের তাঁতের শাড়ি পরেছেন, যা সম্প্রতি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্ত।

ঢাকার ব্রিটিশ হাইকমিশনের এক ভিডিও বার্তায় দেখা যায়, ব্রিটিশ হাইকমিশনার টাঙ্গাইলের তাঁতের শাড়ি বুনন শিল্প প্রত্যক্ষ করছেন। একইসঙ্গে একটি তাঁতের শাড়ি পরে বড়দিনের শুভেচ্ছা জানান।

বড়দিন উপলক্ষে ফ্রান্স, জার্মান, সুইডেন, কানাডা, চীন, ভারত, অস্টেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শের মিশনগু‌লো বড়দিনের শুভেচ্ছা জানিয়েছে।