সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদনের জন্য গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে একটি শোকবই খোলা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল থেকে শুরু হওয়া এই শোকবইয়ে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সমবেদনা জানাতে পারবেন সর্বস্তরের মানুষ।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ শুভাকাঙ্ক্ষীরা এই শোকবইয়ে স্বাক্ষরের মাধ্যমে তাঁদের শ্রদ্ধা ও সমবেদনা জানাতে পারবেন।
বিএনপির পক্ষ থেকে তিন দিনের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে:
মঙ্গলবার (৩০ ডিসেম্বর): বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত।
বুধবার (৩১ ডিসেম্বর): বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত।
বৃহস্পতিবার (১ জানুয়ারি): সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। তাঁর প্রয়াণে দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে এবং রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে এবং তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে বিকেল থেকেই গুলশান কার্যালয়ে ভিড় করতে শুরু করেছেন নেতাকর্মীরা।
মানবকন্ঠ/আরআই




Comments