রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় বন্যহাতির আক্রমণে আনুমানিক ৫০ বছর বয়সী এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ওয়াগ্গা ইউনিয়নের সীতারঘাট আটাশ বাগান এলাকায় এ ঘটনা ঘটে। তবে নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন এবং স্থানীয় ইউপি সদস্য মো. সরোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তাঁরা জানান, সীতারঘাট আটাশ বাগান এলাকাটি বন্যহাতির নিয়মিত চলাচলের পথ (এলিফ্যান্ট করিডোর) হিসেবে পরিচিত। সোমবার রাতে একদল বন্যহাতি ওই পথ দিয়ে পার হচ্ছিল। এ সময় সেখানে অবস্থানরত ওই নারী হাতির পালের সামনে পড়ে যান। হাতির প্রচণ্ড আঘাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বলেন, “হাতির আঘাতেই ওই নারীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
এদিকে, এলাকাবাসী জানান, কাপ্তাইয়ের বিভিন্ন সড়কে প্রায়ই বন্যহাতির দল হানা দেয়। চলাচলের পথে হাতির উপস্থিতির কারণে ওই এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments