Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে এক বিরল ও কৌতূহলোদ্দীপক নির্বাচনী লড়াই প্রত্যক্ষ করতে যাচ্ছে এলাকাবাসী। এই আসনে একই পরিবারের বাবা ও ছেলে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল ও প্রতীকে নির্বাচনী মাঠে নেমেছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) প্রার্থী হিসেবে ‘একতারা’ প্রতীকে লড়ছেন। অন্যদিকে, তার ছেলে এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ প্রতিদ্বন্দ্বিতা করছেন ‘শাপলা কলি’ প্রতীকে।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের কাছে তারা উভয়েই আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। একই পরিবার থেকে দুই সদস্যের এমন প্রার্থী হওয়া নিয়ে পুরো হাতিয়া জুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা ও গুঞ্জন। স্থানীয়রা একে ‘নবীন বনাম প্রবীণের লড়াই’ হিসেবে দেখলেও কেউ কেউ একে রাজনৈতিক কৌশল হিসেবেও বিবেচনা করছেন।

এ বিষয়ে আব্দুল হান্নান মাসউদ গণমাধ্যমকে বলেন, “আমি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলাম। ভোটার হওয়ার পর এবারই প্রথম কোনো নির্বাচনে অংশগ্রহণ করছি। আমার বাবা একজন অভিজ্ঞ মানুষ, তাই তাকে আমি নিজেই প্রার্থী হতে উৎসাহিত করেছি। ভোটের মাঠে তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমি আমার প্রতীক নিয়ে লড়ব এবং বাবার লড়াইকেও স্বাগত জানাই।” তবে এ বিষয়ে তার বাবা আমিরুল ইসলামের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, নোয়াখালী-৬ আসনে এবার মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির মো. মাহবুবুর রহমান, জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফজলুল আজিম, শামীমা আজিম এবং জাতীয় পার্টির এ টি এম নবী উল্যাহ।

বাবা ও ছেলের এই ব্যতিক্রমী লড়াই শেষ পর্যন্ত ভোটের মাঠে কী ধরনের প্রভাব ফেলে, এখন সেটিই দেখার অপেক্ষায় হাতিয়াবাসী।

মানবকন্ঠ/আরআই