Image description

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটি ঘোষণার প্রেক্ষাপটে দেশের বিভিন্ন স্তরের শিক্ষা ও নিয়োগ সংক্রান্ত একাধিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। হঠাৎ পরীক্ষা স্থগিত হওয়ায় বিপাকে পড়েছেন শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। 

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের চলমান জুনিয়র বৃত্তির আগামীকাল বুধবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই দিন বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড জানিয়েছে, স্থগিত পরীক্ষাটি আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা নির্বাহী কমিটির সদস্যসচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। 

গত ২৮ ডিসেম্বর সারাদেশে একযোগে শুরু হওয়া এ পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী। দেশের ৬১১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী ২ জানুয়ারি হচ্ছে না। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাষ্ট্রীয় শোক ঘোষণা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন তারিখ পরে জানানো হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, দুই ধাপে ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন পড়েছে ১০ লাখ ৮০ হাজারের বেশি। সে হিসাবে প্রতিটি পদের বিপরীতে লড়ছেন গড়ে ৭৫ জন প্রার্থী।

৪৬তম বিসিএসের বুধবার ও বৃহস্পতিবারের মৌখিক পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল সন্ধ্যায় পিএসসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা (এটিইও) পদের নিয়োগ পরীক্ষাও স্থগিত করা হয়েছে। আগামী ৭ জানুয়ারি এ পরীক্ষা হওয়ার কথা থাকলেও হাইকোর্টের নিষেধাজ্ঞার কারণে তা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে পিএসসি।

২০২৩ সালে আবেদন শুরু হলেও নানা আইনি ও প্রশাসনিক জটিলতায় ১৫৯টি এটিইও পদের নিয়োগ প্রক্রিয়া আড়াই বছরেও শেষ হয়নি। সর্বশেষ আবারও পরীক্ষা স্থগিত হওয়ায় চাকরিপ্রার্থীদের মধ্যে চরম হতাশা তৈরি হয়েছে।

এর আগে গত ২৬ ডিসেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন হিসাব সহকারী পদের নিয়োগ পরীক্ষা শুরুর মাত্র এক ঘণ্টা আগে স্থগিত করা হয়। অনেক প্রার্থী কেন্দ্রে পৌঁছানোর পর হঠাৎ সিদ্ধান্তে ব্যাপক ভোগান্তিতে পড়েন।