Image description

অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, প্রধান উপদেষ্টা 'রুলস অব বিজনেস, ১৯৯৬'-এর ৩বি (১) ধারা অনুযায়ী ডা. সায়েদুর রহমানকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন। একই বিধিমালার ৩বি (২) ধারা অনুযায়ী তাকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হয়েছে। অর্থাৎ তিনি এখন থেকে মন্ত্রণালয়ের প্রশাসনিক ও নির্বাহী সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ভোগ করবেন।

বিশেষ সহকারী পদে থাকাকালীন অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান একজন প্রতিমন্ত্রীর সমান বেতন-ভাতা, পদমর্যাদা এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ এই প্রজ্ঞাপনটি জারি করেন। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, স্বাস্থ্য খাতের সংস্কার এবং সেবার মান উন্নয়নে অভিজ্ঞ এই চিকিৎসককে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হলো। তাঁর এই নিয়োগের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে আশা করা হচ্ছে।

মানবকন্ঠ/আরআই