Image description

নতুন বছরের শুরুতেই ভোক্তা পর্যায়ে বাড়ানো হলো এলপিজি (লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস) গ্যাসের দাম। ১২ কেজির সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রোববার (৪ জানুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ নতুন এই দর ঘোষণা করেন। আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন এ দাম কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

নতুন দরের বিস্তারিত:
১. ১২ কেজির সিলিন্ডার: বর্তমান মূল্য ১,৩০৬ টাকা (ডিসেম্বরে ছিল ১,২৫৩ টাকা)।
২. অটোগ্যাস: লিটার প্রতি ৫৭.৩২ টাকা থেকে বাড়িয়ে ৫৯.৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি নির্ধারিত দামে বাজারে গ্যাস পাওয়া নিয়ে বরাবরই জনমনে অসন্তোষ রয়েছে। গত ডিসেম্বরে নির্ধারিত দাম ১,২৫৩ টাকা থাকলেও খুচরা বাজারে ১৫০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত সিলিন্ডার বিক্রির অভিযোগ উঠেছে। শীতকালে বৈশ্বিক বাজারে চাহিদা বৃদ্ধির কারণে আন্তর্জাতিক বাজারে এলপিজির কাঁচামালের দাম ঊর্ধ্বমুখী থাকে, যার প্রভাব পড়েছে স্থানীয় বাজারেও।

সংশ্লিষ্টদের মতে, সৌদি আরামকোর সিপি (কন্ট্রাক্ট প্রাইস) অনুযায়ী প্রতি মাসে এই দাম সমন্বয় করা হয়। তবে সরকারি এই নির্দেশনা মাঠ পর্যায়ে কার্যকর না হওয়ায় সাধারণ মানুষ প্রকৃত সুফল থেকে বঞ্চিত হচ্ছেন।

সম্প্রতি এক সেমিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছিলেন, ১২ কেজির সিলিন্ডারের দাম ১০০০ টাকার আশেপাশে হওয়া উচিত। অসাধু উপায়ে বেশি মুনাফা করে টাকা পাচারের সংস্কৃতি থেকে ব্যবসায়ীদের বের হয়ে আসার আহ্বান জানান তিনি। তিনি স্পষ্ট করে বলেন, দায়িত্বহীন ব্যবসা বন্ধে ব্যবসায়ীদের আরও সচেতন হতে হবে।

মানবকন্ঠ/আরআই