৫ বছরের মধ্যে সর্বোচ্চ খাদ্য মজুত, সংকটের কোনো শঙ্কা নেই: খাদ্য উপদেষ্টা
দেশে খাদ্য সংকটের কোনো সম্ভাবনা নেই বলে দেশবাসীকে আশ্বস্ত করেছেন অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি জানিয়েছেন, বর্তমান খাদ্য মজুত অত্যন্ত সন্তোষজনক এবং গত পাঁচ বছরের তুলনায় বর্তমানে দেশে সবচেয়ে বেশি খাদ্যশস্য মজুত রয়েছে। রোববার (৪ জানুয়ারি) সচিবালয়ে দেশের খাদ্য পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব তথ্য জানান।
উপদেষ্টা জানান, গত ১ জানুয়ারি পর্যন্ত সরকারি খাদ্য গুদামগুলোতে মোট ২০ লাখ ২৭ হাজার ৪২০ মেট্রিক টন খাদ্যশস্য মজুত ছিল। এর মধ্যে রয়েছে:
চাল: ১৬ লাখ ৯৬ হাজার ৭৮৭ টন
গম: ২ লাখ ৩৩ হাজার ২২৪ টন
ধান: ৯ লাখ ৭ হাজার ৪০৯ টন
দেশে গমের বার্ষিক চাহিদা ৭০ লাখ মেট্রিক টন উল্লেখ করে তিনি বলেন, “আমাদের অভ্যন্তরীণ উৎপাদন ১০ লাখ টন, বাকিটা আমদানি করতে হয়। তবে চালের ক্ষেত্রে আমরা সিংহভাগই স্থানীয় উৎস থেকে সংগ্রহ করি। এবার অন্যান্য বছরের তুলনায় আমদানির পরিমাণ কম হওয়ার সম্ভাবনা রয়েছে।”
ভারত থেকে চাল আমদানি প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, “ভারত ও বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব পড়বে না। আমরা বিষয়টিকে স্রেফ ‘মার্কেট মেকানিজম’ হিসেবে দেখি। যেখানে কম দামে পাওয়া যাবে, সেখান থেকেই কেনা হবে। দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম বর্তমানে সচল রয়েছে।”
গত বছরের প্রাকৃতিক দুর্যোগের কারণে চালের দাম কিছুটা বাড়লেও সরকারের বর্তমান প্রস্তুতির কারণে দাম এখন সহনীয় পর্যায়ে রয়েছে বলে তিনি দাবি করেন। আসন্ন জাতীয় নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রশাসনের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। নির্দিষ্ট সময়ে নির্বাচনের জন্য সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।”
মানবকন্ঠ/আরআই




Comments