ভূমি ও খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, “কোনো অপশক্তিই এবারের নির্বাচন বানচাল করতে পারবে না। তরুণ সমাজসহ সাধারণ ভোটাররা এবার নির্ভয়ে ভোট দিয়ে আগামীর সরকার নির্ধারণ করবেন।”
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে ‘ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইন ২০২৫-২৬’-এর আওতায় ‘ভোটের গাড়ি’ (এলইডি ক্যারাভান) উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও জুলাই সংস্কার সংক্রান্ত গণভোট সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লা জেলা প্রশাসন এই বিশেষ প্রচার কার্যক্রমের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা আলী ইমাম মজুমদার আরও বলেন, “এবারের নির্বাচনে গণভোট পদ্ধতি চালু থাকায় জনসচেতনতা অত্যন্ত জরুরি। দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে এই ‘ভোটের গাড়ি’র মাধ্যমে প্রচার কার্যক্রম চলবে। আপনারা সবাই ভোট দেওয়ার পাশাপাশি জুলাই বিপ্লবের সংস্কারগুলোতেও গণভোট দেওয়ার মাধ্যমে অংশীদার হোন।”
নির্বাচনি স্বচ্ছতা ও প্রার্থীপদ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “যদি কোনো প্রার্থী সরকারি ঋণখেলাপি বা অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত থাকেন, তবে এখনো উচ্চ আদালতে অভিযোগ করার সুযোগ রয়েছে। রিটার্নিং কর্মকর্তা বা জেলা প্রশাসক তাঁদের আইনি ক্ষমতায় মনোনয়ন বৈধ বা বাতিল করেন। সেখানেও কারো আপত্তি থাকলে তাঁরা আদালতের শরণাপন্ন হতে পারবেন।”
কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক এবং জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান এবং বিগত ফ্যাসিস্ট সরকারের ক্ষমতার অপব্যবহার নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। জেলা প্রশাসন জানায়, জুলাই বিপ্লবের চেতনা ও সংস্কার প্রক্রিয়া সম্পর্কে তৃণমূলের মানুষকে সচেতন করতেই এই ‘ভোটের গাড়ি’ বা এলইডি ক্যারাভান কুমিল্লার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments