নির্বাচনে নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট ছাড়া জাতিসংঘ পর্যবেক্ষক পাঠাবে না
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ। গত সোমবার (৫ জানুয়ারি) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক এই তথ্য নিশ্চিত করেন।
নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো সংক্রান্ত এক প্রশ্নের জবাবে দুজারিক বলেন, "জাতিসংঘের সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের সুনির্দিষ্ট ম্যান্ডেট (অনুমোদন) ছাড়া সংস্থাটি নিজে থেকে কোনো নির্বাচনে পর্যবেক্ষক পাঠায় না। ফলে বর্তমান নিয়ম অনুযায়ী বাংলাদেশে পর্যবেক্ষক পাঠানোর কোনো পরিকল্পনা নেই। তবে জাতিসংঘের কান্ট্রি অফিস অনেক সময় নির্বাচনকালীন কারিগরি সহায়তা দিয়ে থাকে।"
ব্রিফিংয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭ বছর পর দেশে ফেরা প্রসঙ্গে জানতে চাইলে মুখপাত্র সরাসরি কোনো রাজনৈতিক মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, "আমরা সংবাদ বিশ্লেষণ করি না। তবে বাংলাদেশের জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষা এবং অবাধ মতপ্রকাশের মাধ্যমে যে গণতান্ত্রিক নির্বাচন হবে, তাকে সব উপায়ে সমর্থন দিয়ে যাবে জাতিসংঘ।"
এছাড়া, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে স্টিফেন দুজারিক গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, "তাঁর মৃত্যুতে আমরা স্বাভাবিকভাবেই তাঁর শোকসন্তপ্ত পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।"
মানবকণ্ঠ/আরআই




Comments