আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে (ইসি) আপিল আবেদনের হিড়িক পড়েছে। আপিল গ্রহণের দ্বিতীয় দিনে মঙ্গলবার (৬ জানুয়ারি) আরও ১২২টি আবেদন জমা পড়েছে। এ নিয়ে গত দুই দিনে মোট আপিল আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪টি।
নির্বাচন কমিশনের কেন্দ্রীয় বুথ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সারা দেশে রিটার্নিং কর্মকর্তাদের প্রাথমিক যাচাই-বাছাইয়ে মোট ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বিপরীতে বর্তমানে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৪২ জন। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা তাদের প্রার্থিতা ফিরে পেতে এই আপিল আবেদনগুলো করছেন।
মঙ্গলবার জমা পড়া ১২২টি আবেদনের মধ্যে ঢাকা অঞ্চল থেকে সর্বোচ্চ ২৩টি আপিল জমা পড়েছে। অন্যান্য অঞ্চলের মধ্যে রয়েছে:
রাজশাহী ও ময়মনসিংহ অঞ্চল: ১৭টি ও ১৬টি।
খুলনা অঞ্চল: ১৬টি।
কুমিল্লা অঞ্চল: ১৪টি।
রংপুর ও চট্টগ্রাম অঞ্চল: ১০টি ও ৮টি।
সিলেট অঞ্চল: ৮টি।
বরিশাল ও ফরিদপুর অঞ্চল: ৫টি করে।
ইসি জানিয়েছে, নির্দিষ্ট সময় পর্যন্ত আপিল গ্রহণ শেষে কমিশন এসব আবেদনের শুনানি গ্রহণ করবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। মূলত হলফনামায় তথ্য গোপন, ঋণখেলাপি বা স্বাক্ষর সংক্রান্ত জটিলতায় বাতিল হওয়া প্রার্থীরাই এখন কমিশনের রায়ের দিকে তাকিয়ে আছেন।
মানবকণ্ঠ/আরআই




Comments