হুম্মাম কাদের চৌধুরীর স্ত্রী শ্যামানজার শ্যামা খান। পেশা ব্যবসা হলেও তা থেকে আসে না কোনো আয়। তবুও ৪৩ কোটি ২০ লাখ টাকার সম্পদ রয়েছে তাঁর। হুম্মাম কাদেরের সম্পদের পরিমাণ ৮১ লাখ ৯০ হাজার টাকা হলেও তাঁর তুলনায় স্ত্রীর সম্পদ ৫২ গুণ। নগদ টাকাও ৭ গুণ।
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপিদলীয় সংসদ সদস্য প্রার্থী হুম্মামের নগদ টাকা আছে ৩৮ লাখ ৫৯ হাজার। শুধু হুম্মাম কাদের নন, চট্টগ্রামের ১৬টি আসনে ৩২ এমপি প্রার্থীর প্রায় ৬০ শতাংশ স্ত্রীই এমন ধনাঢ্য। এ ছাড়া কুমিল্লায়ও ডজনের বেশি এমপি প্রার্থীর স্ত্রী কোটিপতি। প্রার্থীদের হলফনামায় দেওয়া আয়কর নথি বিশ্লেষণে এমন তথ্য মিলেছে।
এর মধ্যে চট্টগ্রামে সর্বনিম্ন চার কোটি থেকে সর্বোচ্চ সাড়ে ১৮ কোটি টাকা পর্যন্ত সম্পদ রয়েছে ৯ স্ত্রীর। সর্বোচ্চ তিন কোটি টাকার সম্পদ রয়েছে ছয়জনের। পাঁচ প্রার্থীর স্ত্রীর কোনো সম্পদ নেই। বাকি প্রার্থীর স্ত্রীদের সর্বনিম্ন ২০ লাখ টাকা থেকে সর্বোচ্চ ৬০ লাখ টাকা পর্যন্ত সম্পদ রয়েছে। ৯০ শতাংশ এমপি প্রার্থী তাদের স্ত্রীর পেশা ব্যবসা কিংবা চাকরি দেখিয়েছেন। তবে অনেকেই আয়ের ঘরে কোনো তথ্য দেননি। কেউ রেখেছেন ‘শূন্য’, কেউ লিখেছেন ‘প্রযোজ্য নহে’।
সুশাসনের জন্য নাগরিক চট্টগ্রাম জেলার সভাপতি অ্যাডভোকেট আখতার কবির চৌধুরী বলেন, ‘আয়ের ঘর শূন্য থাকলে কীভাবে এমপি প্রার্থীর স্ত্রীরা এত টাকার মালিক হন, তা বোধগম্য নয়। বেশির ভাগ এমপি তাঁর স্ত্রীর পেশার ঘরে ব্যবসা লিখেছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে এটাও অবাস্তব। হলফনামায় ঘোষিত তথ্য যথাযথভাবে যাচাই-বাছাই করা দরকার। তা না হলে দুর্নীতি নির্মূল করা কঠিন হবে।’




Comments