Image description

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদনের ভিড় বাড়ছে নির্বাচন কমিশনে (ইসি)। চতুর্থ দিন বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নতুন করে আরও ১৭৪টি আপিল আবেদন জমা পড়েছে। এ নিয়ে গত চার দিনে মোট আপিল আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬৯টিতে।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মূলত যারা মনোনয়নপত্র বাতিল হওয়ায় সংক্ষুব্ধ হয়েছেন কিংবা যারা অন্য প্রার্থীর বৈধতার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, তারাই এই আপিলগুলো করছেন।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আপিল আবেদন গ্রহণ চলবে আগামীকাল ৯ জানুয়ারি পর্যন্ত। এরপর জমা পড়া আবেদনগুলোর ওপর শুনানি ও নিষ্পত্তি কার্যক্রম চলবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত।

নির্বাচনের গুরুত্বপূর্ণ অন্যান্য তারিখ:

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন: ২০ জানুয়ারি।

প্রতীক বরাদ্দ ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ: ২১ জানুয়ারি।

নির্বাচনী প্রচারণা শুরু: ২২ জানুয়ারি।

প্রচারণা শেষ: ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত।

ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি।

নির্বাচন কমিশন সচিবালয় জানিয়েছে, আপিল শুনানির জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিটি আবেদনের আইনগত দিক যাচাই করে নির্ধারিত সময়ের মধ্যেই সিদ্ধান্ত দেওয়া হবে।

মানবকণ্ঠ/আরআই