Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এই তথ্য নিশ্চিত করেছেন। আগামী ১২ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে সারা দেশে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিবন্ধিত ভোটার: এবার রেকর্ড সংখ্যক ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।

কারা ভোট দিতে পারবেন: প্রবাসে অবস্থানরত বাংলাদেশি, নির্বাচনের দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং কারাবন্দী বা আইনি হেফাজতে থাকা ভোটাররা এই পদ্ধতিতে ভোট দেবেন।

রাষ্ট্রপতির বার্তা: রাষ্ট্রপতি ইতোপূর্বেও পোস্টাল ব্যালটকে একটি আধুনিক ও গণতান্ত্রিক অধিকার হিসেবে উল্লেখ করে দেশবাসীকে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করেছেন।

মানবকণ্ঠ/আরআই