আজ ৩ জানুয়ারি, ২০২৬; শনিবার। বছরের তৃতীয় এই দিনে ইতিহাসের পাতায় ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা, বিশিষ্ট ব্যক্তিদের জন্ম ও মৃত্যু নিয়ে আমাদের আজকের আয়োজন।
ঘটনাবলি:
-
১৪৯২: রানি ইসাবেলা ও রাজা ফার্ডিনান্ডের বাহিনীর কাছে গ্রানাডার পতনের মাধ্যমে স্পেনে মুসলিম শাসনের অবসান ঘটে। স্পেনের শেষ মুসলিম শাসক রাজা আবু আবদুল্লাহ (বোয়াবদিল) আত্মসমর্পণ করেন।
-
১৪৯৬: বিশ্বখ্যাত শিল্পী ও উদ্ভাবক লিওনার্দো দ্য ভিঞ্চি প্রথমবারের মতো উড়োজাহাজ চালানোর চেষ্টা করেন, তবে তিনি সফল হননি।
-
১৭৫৭: নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তাদের পূর্বের বিশেষ বাণিজ্যিক অধিকারগুলো ফেরত দেন।
-
১৭৭৭: মার্কিন স্বাধীনতা যুদ্ধে জর্জ ওয়াশিংটন প্রিন্সটনের যুদ্ধে ব্রিটিশ জেনারেল চার্লস কর্নওয়ালিসকে পরাজিত করেন।
-
১৭৮২: বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী জেলা সিলেট প্রতিষ্ঠিত হয়।
-
১৮৮০: মুম্বাই থেকে ভারতের প্রথম সচিত্র সাপ্তাহিক পত্রিকা ‘ইলেস্ট্রেটেড উইকলি অব ইন্ডিয়া’ প্রকাশিত হয়।
-
১৯২৪: ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার লুক্সরের কাছে মিশরের ফারাও রাজা তুতাংখামেনের পাথরের নির্মিত শবাধারটি আবিষ্কার করেন।
-
১৯৫২: ঢাকায় সাংস্কৃতিক ও গবেষণামূলক প্রতিষ্ঠান এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
-
১৯৫৮: ব্রিটিশ উপনিবেশভুক্ত দ্বীপগুলোর সমন্বয়ে ওয়েস্ট ইন্ডিজ ফেডারেশন গঠিত হয়।
-
১৯৫৯: ৪৯তম অঙ্গরাজ্য হিসেবে আলাস্কা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়।
-
১৯৬৮: তৎকালীন পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে।
-
১৯৮২: বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের প্রাথমিক সদস্য হিসেবে রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।
-
১৯৯৩: মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ ও রাশিয়ার প্রেসিডেন্ট বরিস ইয়েলতসিনের মধ্যে পারমাণবিক অস্ত্র হ্রাস সংক্রান্ত ‘স্টার্ট-২’ চুক্তি স্বাক্ষরিত হয়।
জন্ম:
-
১৭৩২: প্রখ্যাত দানবীর হাজী মুহম্মদ মহসীন।
-
১৮৬৮: নোবেলজয়ী মার্কিন রসায়নবিদ থিওডোর উইলিয়াম রিচার্ডস।
-
১৮৮৮: ব্রিটিশ নাট্যকার ও চিকিৎসক জেমস ব্রিডি।
-
১৯১২: কলকাতা গ্রুপের প্রতিষ্ঠাতা প্রথিতযশা চিত্রশিল্পী সুভো ঠাকুর।
-
১৯৫২: বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী আহাদ আলী সরকার।
-
১৯৫৬: হলিউডের জনপ্রিয় অভিনেতা ও পরিচালক মেল গিবসন।
মৃত্যু:
-
১৫০১: পারস্য ও তুর্কি সাহিত্যের মহান কবি ও বুদ্ধিজীবী আলিশের নভোই।
-
১৯৮৩: জনপ্রিয় বাঙালি কবি কাদের নেওয়াজ।
-
১৯৯২: বিশিষ্ট বাঙালি শিশুসাহিত্যিক ও অঙ্কন শিল্পী ধীরেন বল।
-
২০০২: প্রখ্যাত ভারতীয় মহাকাশ বিজ্ঞানী ও গণিতজ্ঞ সতীশ ধাওয়ান।
-
২০১০: প্রখ্যাত ভারতীয় বাঙালি সাহিত্যিক মতি নন্দী।
-
২০১১: কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্র।
-
২০১৯: বাংলাদেশের জনপ্রিয় রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
-
২০২১: একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত বাংলাদেশি কথাসাহিত্যিক রাবেয়া খাতুন।
Comments