Image description

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যকার দীর্ঘদিনের সুপ্ত বিরোধ প্রকাশ্যে আসায় বন্ধ হয়ে গেছে ইয়েমেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এডেন আন্তর্জাতিক বিমানবন্দর। গত বৃহস্পতিবার থেকে বিমানবন্দরটির সকল ফ্লাইট চলাচল স্থগিত ঘোষণা করা হয়েছে, যার ফলে চরম বিপাকে পড়েছেন কয়েক হাজার যাত্রী।

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণের বাইরে থাকা এলাকাগুলোতে যাতায়াতের প্রধান আন্তর্জাতিক প্রবেশপথ এই এডেন বিমানবন্দর। 

এর নিয়ন্ত্রণ নিয়ে মূলত সৌদি আরব সমর্থিত ইয়েমেন সরকার এবং সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল’ (এসটিসি)-এর মধ্যে বিরোধ চলছে। এসটিসি সম্প্রতি দক্ষিণ ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা সরকারের কাছ থেকে দখল করে নেওয়ায় দুই মিত্র দেশ সৌদি আরব ও আমিরাতের মধ্যে বড় ধরনের কূটনৈতিক সংকট তৈরি হয়েছে।

বর্তমানে ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ রয়েছে আমিরাত-পন্থি এসটিসি গোষ্ঠীর হাতে। তারা এক বিবৃতিতে অভিযোগ করেছে, সৌদি আরব ইয়েমেনের আকাশসীমায় একতরফা অবরোধ আরোপ করেছে। রিয়াদের নির্দেশ অনুযায়ী, সব ফ্লাইটকে বাড়তি পরীক্ষার জন্য সৌদি আরবের কোনো বিমানবন্দর হয়ে যেতে হবে।

এই কড়াকড়ির প্রতিবাদে এসটিসি নিয়ন্ত্রিত মন্ত্রণালয় বিমানবন্দরটি বন্ধ করে দেয়। তবে সৌদি সূত্রগুলো এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, উত্তেজনা প্রশমনে ইয়েমেন সরকারই আমিরাতগামী ফ্লাইটে বিশেষ কিছু নিয়ম চালু করেছিল, যা অমান্য করে এসটিসি পুরো বিমানবন্দরই অচল করে দিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, ঠিক কী কারণে এবং কার নির্দেশে বিমানবন্দরটি সম্পূর্ণ বন্ধ করা হয়েছে, তা নিয়ে পরস্পরবিরোধী তথ্য পাওয়া যাচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষ কবে নাগাদ ফ্লাইট পুনরায় চালু হবে, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো স্পষ্ট ঘোষণা দেয়নি।

ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরটি বন্ধ থাকায় ইয়েমেনের দক্ষিণ ও পূর্বাঞ্চল বিশ্বের অন্যান্য অংশ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরিস্থিতির উত্তরণে রিয়াদ ও আবুধাবির মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা চলছে বলে গুঞ্জন থাকলেও মাঠপর্যায়ে এখনো কোনো সুরাহা মেলেনি।