Image description

সাম্প্রতিক নানান ঘটনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের বেশ অবনতি ঘটেছে। এর প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দেশটির বার্তা সংস্থা এএনআইকে বিষয়টি জানিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া।

এদিকে কলকাতা নাইট রাইডার্সও এক বিবৃতিতে জানিয়েছে, বোর্ডের নির্দেশ মোতাবেক তারা মোস্তাফিজকে দল থেকে বাদ দিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমে উঠে এসেছে, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা, সাম্প্রদায়িক হামলার ঘটনা ও দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতির কারণে মোস্তাফিজের ব্যাপারে এমন সিদ্ধান্ত নিয়েছে ভারতের বোর্ড।

তবে বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন দেশটির কংগ্রেস সাংসদ শশী থারুর। তাঁর মতে, ক্রিকেটকে রাজনীতির সঙ্গে জড়ানো ঠিক নয়। মোস্তাফিজ এমন কোনো ঘৃণ্য কাজের সঙ্গে সম্পৃক্ত নন যে, তাঁর বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছেন শশী থারুর।

কংগ্রেসের এ সাংসদ বলেছেন, ‘বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে ক্রিকেটকে জড়ানোর কোনো মানে নেই। মোস্তাফিজুর একজন ক্রিকেটার। এই সবের সঙ্গে ওকে জড়ানো ঠিক নয়। ও কারও বিরুদ্ধে ঘৃণা ছড়ায়নি। কাউকে আক্রমণ করেনি। কিংবা এই ধরনের ঘৃণ্য কাজগুলোকে সমর্থন করেনি। এই (ক্রিকেট ও রাজনীতি) দুই বিষয়কে এক করে দেখা মোটেও ঠিক ঠিক নয়।’

শশী থারুর আরও যোগ করেন, ‘আমরা যদি এমন একটি দেশে পরিণত হই, যারা প্রতিবেশীদের সবাইকে বিচ্ছিন্ন করে দেয়, এবং বলে যে, কারও সঙ্গেই খেলা হবে না, তবে তাতে কী লাভ হবে? এটি পুরোপুরিভাবে ক্রিকেটীয় সিদ্ধান্তে হওয়া উচিত, এর মধ্যে এক চুলও রাজনীতি ঢুকতে দেওয়া উচিত নয়। আমরা তিন দিক দিয়ে বাংলাদেশকে ঘিরে আছি। আমরা তাদের বিচ্ছিন্ন করতে পারি না। আমাদের তাদের সঙ্গে খেলতেই হবে।’