Image description

দিনাজপুর-৩ (সদর) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাই পর্বে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম এ ঘোষণা দেন।

দিনাজপুর-৩ আসনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষেও দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছিল। তবে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের আগেই তাঁর ইন্তেকাল হওয়ায় আইনি জটিলতায় তাঁর মনোনয়নপত্রটি আর প্রক্রিয়ার আওতায় আসেনি।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘দিনাজপুর-৩ আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম জমা দেওয়া হয়েছিল। তবে যাচাই-বাছাইয়ের আগেই তাঁর ইন্তেকাল হওয়ায় গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও), ১৯৭২-এর ১৭ ধারা অনুযায়ী তাঁর মনোনয়নপত্রটি আর প্রক্রিয়ার আওতায় আনার সুযোগ নেই। ফলে এই আসনে বিএনপি মনোনীত অপর প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হলো।’

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর সৈয়দ জাহাঙ্গীর আলম এক প্রতিক্রিয়ায় বলেন, ‘দিনাজপুর-৩ আসনে আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রার্থী হয়েছিলেন। মহান আল্লাহ তাঁকে আমাদের মাঝ থেকে নিয়ে গেছেন। খালেদা জিয়াকে আপনারা যেভাবে অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসতেন, তাঁর উত্তরসূরি হিসেবে আমাকেও সেই ভালোবাসা ও সমর্থন দেবেন বলে আমি বিশ্বাস করি।’

সৈয়দ জাহাঙ্গীর আলমের প্রার্থিতা নিশ্চিত হওয়ার মধ্য দিয়ে দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপির নির্বাচনী প্রস্তুতিতে নতুন গতির সঞ্চার হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ আসনে অন্যান্য দলের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজও নিয়ম অনুযায়ী সম্পন্ন করা হচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর