Image description

খুলনার পাইকগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ মোছাঃ হামিদা বেগম (৩৭) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলার হরিঢালী ইউনিয়নের নগরশ্রীরামপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পাইকগাছা থানা পুলিশের একটি চৌকস দল নগরশ্রীরামপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে দুপুর ১টা ১০ মিনিটের দিকে হামিদা বেগমকে সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৬৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃত হামিদা বেগম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

স্থানীয়রা জানান, এলাকায় মাদক কারবারিদের তৎপরতা বৃদ্ধিতে সাধারণ মানুষ উদ্বিগ্ন ছিল। পুলিশের এই অভিযানে মাদক চক্রের কার্যক্রমে কিছুটা ভাটা পড়বে এবং জনমনে স্বস্তি ফিরবে বলে তারা আশা প্রকাশ করেন।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

তিনি আরও উল্লেখ করেন, এলাকায় মাদকের বিস্তার রোধে এবং জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মানবকণ্ঠ/ডিআর