বরিশালের আগৈলঝাড়ায় ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর বিশেষ অভিযানে গৈলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. সফিকুল ইসলাম তালুকদার টিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ জানুয়ারি) রাতে উপজেলার কালুপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সফিকুল ইসলাম টিটু গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ওই ইউনিয়নের কালুপাড়া গ্রামের মৃত শাহজাহান তালুকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে কালুপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি দল ইউপি চেয়ারম্যান টিটুকে তার নিজ গ্রাম থেকে আটক করে।
থানা পুলিশ আরও জানায়, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদের মোটরসাইকেল ভাঙচুর ও ছিনতাইয়ের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃত টিটুকে আজ শনিবার (৩ জানুয়ারি) সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।
আগৈলঝাড়া থানা পুলিশ জানায়, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের চিহ্নিত করতে ‘অপারেশন ডেভিল হান্ট’ কর্মসূচি অব্যাহত থাকবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments