Image description

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতের অভ্যন্তরে বিভিন্ন মহলের প্রবল চাপের মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে মুস্তাফিজের বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতিও ফ্র্যাঞ্চাইজিটিকে দিয়েছে বোর্ড।

গোহাটিতে ভারতের সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের দল থেকে বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে। তারা চাইলে মুস্তাফিজের পরিবর্তে অন্য কোনো খেলোয়াড় দলে নিতে পারবে।’

ভারতের সংবাদমাধ্যমগুলোর দাবি, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর কথিত সহিংসতার খবর প্রকাশের পর থেকেই মুস্তাফিজের আইপিএলে অংশগ্রহণ নিয়ে বিতর্ক শুরু হয়। ২০২৬ আইপিএল সামনে রেখে ভারতের বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতা মুস্তাফিজকে খেলানোর বিরোধিতা করে আসছিলেন।

ভারতের আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুর কেকেআর কর্তৃপক্ষের কাছে মুস্তাফিজকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছিলেন। অন্যদিকে, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা সঙ্গীত সোম আরও কড়া সমালোচনা করে কেকেআর মালিক শাহরুখ খানকে এ বিষয়ে আক্রমণাত্মক মন্তব্য করেন।

গত মাসে অনুষ্ঠিত আইপিএলের মেগা নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এটি ছিল আইপিএল ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের জন্য সর্বোচ্চ দামের রেকর্ড। নিলামে বাংলাদেশ থেকে আরও ৬ জন ক্রিকেটারের নাম থাকলেও কেবল মুস্তাফিজই দল পেয়েছিলেন।

এর আগে বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছিল যে, মুস্তাফিজের বিষয়ে তারা ভারত সরকারের নির্দেশনার অপেক্ষায় রয়েছেন। যদিও পরবর্তীতে সরকারের পক্ষ থেকে সরাসরি কোনো নিষেধজ্ঞা না থাকার কথা বলা হয়েছিল, তবে অভ্যন্তরীণ সামাজিক ও রাজনৈতিক চাপের মুখে শেষ পর্যন্ত মুস্তাফিজকে বাদ দেওয়ার পথেই হাঁটল বিসিসিআই।

এই সিদ্ধান্তের ফলে ২০২৬ আইপিএলে বাংলাদেশের কোনো ক্রিকেটারের অংশগ্রহণ এখন পুরোপুরি অনিশ্চিত হয়ে পড়ল। কেকেআর এখন মুস্তাফিজের পরিবর্তে কাকে দলে ভেড়ায়, সেটিই এখন দেখার বিষয়।

মানবকন্ঠ/আরআই