Image description

পিআর (প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার জোহরের নামাজের পর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এই কর্মসূচি শুরু হয়।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হবে, যার নেতৃত্ব দেবেন দলের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। এই কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা জড়ো হয়েছেন।

সমাবেশে বক্তারা বলেন, পিআর পদ্ধতির নির্বাচন হলে একটি দলের চাঁদাবাজি ও টেন্ডারবাজি কমে যাবে। তারা বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রতিটি নির্বাচনই ত্রুটিপূর্ণ ছিল এবং গত ১৭ বছর দেশে একনায়কতন্ত্র ও স্বৈরাচার সরকার ছিল। তারা আর এমন প্রহসনমূলক নির্বাচন চান না।