Image description

সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে আবারও প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি বাস্তবায়নের দাবি তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে দলটির মতে, আলোচনার টেবিলে এ সমস্যার সমাধান সম্ভব নয়; এজন্য গণভোটই একমাত্র উপায়।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার।

প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরোয়ার বলেন, দেশে স্বচ্ছ নির্বাচনের আকাঙ্ক্ষা পূরণে জামায়াত রাজপথে যেমন কাজ করছে, তেমনি কমিশনেও প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু একটি দল বারবার বাধা দিচ্ছে জুলাই সনদকে আইনি ও সাংবিধানিক ভিত্তি দেওয়ার ক্ষেত্রে। তারা বলছে, নির্বাচন শেষে করা যাবে। অথচ তাদের কারণেই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হচ্ছে না।

তিনি আরও বলেন, যদি নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন না হয় এবং বিদ্যমান কাঠামোয় নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটবে।

জামায়াত নেতা জানান, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হচ্ছে না বলেই তারা রাজপথে নেমেছেন। আমাদের আন্দোলন জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরার জন্য। গণভোটের মাধ্যমে জনগণ যদি পিআর প্রত্যাখ্যান করে, আমরা মেনে নেব। কিন্তু প্রশ্ন হচ্ছে, গণভোটকে কেন ভয় পাচ্ছেন?

তাদের মূল দাবি-

নির্বাচন পূর্বেই জুলাই সনদ বাস্তবায়ন
সাংবিধানিক ও আইনি ভিত্তি নিশ্চিত করা
পিআর পদ্ধতি নিয়ে গণভোট আয়োজন

জামায়াতের মতে, এই সংস্কার ছাড়া সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়।