Image description

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি বিশেষ রাজনৈতিক দলের লোকজনকে ডিসি-এসপি হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, ছাত্রদলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রশাসনের অনেক মেধাবী কর্মকর্তাকে গুরুত্বহীন পদে সরিয়ে রাখা হচ্ছে। রিজভী বলেন, এটি বিএনপিকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার জন্য ‘এক এগারোর মতো ষড়যন্ত্রের’ অংশ।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তিনি আরও অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের আমলে শেখ হাসিনার শাসনকালের মতোই প্রশাসনে বিভাজন তৈরি করা হচ্ছে।

প্রশাসনে বিভাজন ও পদোন্নতি বঞ্চনার অভিযোগ

রিজভী বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আমলে বা তার আগে মেধার ভিত্তিতে চাকরি পাওয়া কর্মকর্তারা, যারা ছাত্রজীবনে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বা যাদের পরিবারের কেউ বিএনপির স্থানীয় নেতা ছিলেন, তাদের গুরুত্বহীন পদে সরিয়ে দেওয়া হচ্ছে। তিনি বলেন, “যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইউএনও, ম্যাজিস্ট্রেট হয়েছেন, পদোন্নতি পেয়ে ডিসি-এসপি হয়েছেন, তাদের অনেকের শেখ হাসিনার ১৫-১৬ বছরের শাসনামলে পদোন্নতি হয়নি। এখনও অনেকের পদোন্নতি না হলেও কারও কারও পদোন্নতি হলেও তাদের এক বছর ধরে গুরুত্বহীন পদে রাখা হয়েছে।”

সিনিয়র সচিবের সমালোচনা

অনুষ্ঠানে রিজভী জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সদ্য বদলি হওয়া সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমানের সমালোচনা করেন। তিনি বলেন, “৫ আগস্টের পর থেকে বিএনপির বিরুদ্ধে ভয়ঙ্কর অপপ্রচার চলছে। আমরা যখন সাংগঠনিক কার্যক্রম শুরু করব, ঠিক তখনই সরকারের উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল বিএনপিকে টার্গেট করছে। এটি এক এগারোর তত্ত্বের সঙ্গে মেলে।”

দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা উদ্বেগ

রিজভী আরও বলেন, বাংলাদেশকে ঘিরে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। তিনি আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে নাশকতা ও অপ্রীতিকর ঘটনার আশঙ্কা প্রকাশ করেন। তিনি বিএনপির নেতাকর্মীদের পূজামণ্ডপে প্রহরীর ভূমিকায় সার্বক্ষণিক অবস্থানের নির্দেশ দেন, যাতে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

দুর্নীতির অভিযোগ

অনুষ্ঠানে রিজভী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে আলোচনা করেন। তিনি বলেন, এই ধরনের দুর্নীতি দেশের প্রশাসন ও রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলছে।

অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।