
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আধুনিক ও কল্যাণমুখী বাংলাদেশ গঠন সম্ভব বলে মন্তব্য করেছেন রাজবাড়ী-০১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়ন বিএনপির আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জনসভায় সভাপতিত্ব করেন মূলঘর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মান্নান মোল্লা। হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে সভাস্থল জনসমুদ্রে পরিণত হয়।
গণবিপ্লবের পর নতুন বাংলাদেশ গড়ার আহ্বান
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, “দীর্ঘ আন্দোলন ও ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশে গণবিপ্লব ঘটেছে। গত ৫৪ বছরেও জনগণ মৌলিক অধিকার থেকে বঞ্চিত রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, বিচারসহ প্রতিটি খাতে সংকট তৈরি হয়েছে। এখন সময় এসেছে নতুনভাবে বাংলাদেশকে গড়ে তোলার। তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়িত হলে একটি আধুনিক ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, “রাজবাড়ীসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের জন্য দ্বিতীয় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণ অত্যন্ত জরুরি। এর ফলে যোগাযোগব্যবস্থা সহজ হবে এবং কৃষি ও অর্থনীতির উন্নয়ন ত্বরান্বিত হবে। রাজনীতি হতে হবে জনগণের কল্যাণে, প্রতিশোধের জন্য নয়।”
আওয়ামী লীগের দমন-পীড়নের অভিযোগ
সাবেক এই সংসদ সদস্য আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন, মিথ্যা মামলা ও হামলার অভিযোগ তুলে বলেন, “আমাদের শত শত নেতাকর্মী কারাবন্দি হয়েছেন। তবুও জনগণের অধিকার আদায়ে বিএনপি আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা জনগণের পাশে থেকে তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাব।”
জনসভায় অংশগ্রহণ
সভায় বিএনপি নেতা নঈম আনসারী, মঞ্জুরুল আলম দুলাল, কে এ সবুর শাহীন, গাজী হাবিব, সোনিয়া আক্তার স্মৃতিসহ স্থানীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। জনসভায় হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি অনুষ্ঠানটিকে একটি জনসমুদ্রে পরিণত করে।
Comments