ঝালকাঠির রাজাপুর উপজেলার নলবুনিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নাসিম উদ্দিন আকনের মৃত্যুর ৪দিন পর পুনরায় তার দলীয় পদে ফিরিয়ে দেয়া হয়েছে। ঘটনার চার দিন পর মঙ্গলবার ২৮ অক্টোবর বিকেলে বিষয়টির প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করে বিএনপির কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নাসিম উদ্দিন আকনের বিরুদ্ধে দেওয়া অব্যাহতি প্রত্যাহার করে তাঁকে পুনর্বহাল করা হয়েছে। কিন্তু চিঠিটি কেন্দ্র থেকে ২৮ অক্টোবর মঙ্গলবার জারি করা হলেও কৌশলে তারিখ উল্লেখ করা হয়ে মৃত্যুর এক দিন আগের ২৪ অক্টোবর (শুক্রবার) অর্থাৎ তাঁর মৃত্যুর এক দিন আগে—যা ‘পিছনের তারিখে'।
বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি ও আলোচনার জন্ম দেয় মৃত নাসিম আকনের পদ ফিরিয়ে দেয়া নিয়ে।
চিঠিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে আপনাকে অব্যাহতি দেওয়া হয়েছিল। আপনার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক অব্যাহতি প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদসহ সকল পদে পুনর্বহাল করা হলো। চিঠিতে স্বাক্ষর করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী। স্থানীয় দলীয় নেতারা বিষয়টিকে বেদনাদায়ক হাস্যকর বলে অভিহিত করেছেন।
উপজেলা বিএনপির সভাপতি অ্যাডডভোকেট লুকদার আবুল কালাম আজাদ বলেন, যে নেতা দলের জন্য জীবনভর পরিশ্রম করেছেন, তাঁর মৃত্যু পরও তাকে নিয়ে দল তামাশা করলো। মৃত্যুর পর পিছনের তারিখে পদ ফেরানোর চিঠি এ যেন ভাগ্যের নির্মম পরিহাস। জীবিত থাকতে তাকে মূল্যায়ন করা হয়নি, এটা সত্যি দুঃখজনক।




Comments