ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ৩০০ আসনের মধ্যে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। গতকাল সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রাথমিক এ তালিকায় নতুন মুখ হিসেবে ঠাঁই পেয়েছেন ৮৩ জন প্রার্থী, যাদের মধ্যে অনেকে এর আগে কখনও জাতীয় নির্বাচনে অংশ নেননি।
তাদের মধ্যে রয়েছেন- নীলফামারী-২ আসনে এএইচএম মোহাম্মদ সাইফুল্লাহ রুবেল, রংপুর-১ আসনে মোকাররম হোসেন সুজন, রংপুর-৩ আসনে শামসুজ্জামান শামু, কুড়িগ্রাম-২ আসনে মোহাম্মদ সোহেল হোসেন কায়কোবাদ, গাইবান্ধা-২ আসনে আনিসুজ্জামান খান বাবু, গাইবান্ধা-৪ আসনে মোহাম্মদ ফারুক আলম সরকার, জয়পুরহাট-১ আসনে মোহাম্মদ মাসুদ রানা প্রধান, জয়পুরহাট-২ আসনে সাবেক সচিব আব্দুল বারী, নীলফামারী-৪ আসনে মোহাম্মদ আব্দুল গফুর সরকার, নওগাঁ-১ আসনে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, নওগাঁ-৩ আসনে ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনে একরামুল বারী টিপু, নওগাঁ-৬ আসনে শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম, রাজশাহী-১ আসনে মোহাম্মদ শরীফ উদ্দিন, রাজশাহী-৪ আসনে ডিএমডি জিয়াউর রহমান, রাজশাহী-৫ আসনে অধ্যাপক নজরুল ইসলাম, নাটোর-১ আসনে ফারজানা শারমিন, সিরাজগঞ্জ-৪ আসনে এস এম আকবর আলী, সিরাজগঞ্জ-৩ আসনে আইনুল হক, পাবনা-৩ আসনে মোহাম্মদ হাসান জাফির তুহিন, পাবনা-৫ আসনে মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস, কুষ্টিয়া-২ আসনে রাগীব রউফ চৌধুরী, ঝিনাইদহ-৩ আসনে মোহাম্মদ মেহেদি হাসান, যশোর-২ আসনে মোহাম্মদ সাবিরা সুলতানা, খুলনা-৬ আসনে মনিরুল হাসান বাপ্পী, যশোর-৬ আসনে কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সাতক্ষীরা-২ আসনে আব্দুর রউফ, সাতক্ষীরা-৪ আসনে মো. মনিরুজ্জামান।
বরগুনা-১ আসনে নজরুল ইসলাম মোল্লা, ভোলা-৪ আসনে মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, বরিশাল-৪ আসনে মোহাম্মদ রাজিব আহসান, পিরোজপুর-২ আসনে আহমেদ সোহেল মনজুর, টাঙ্গাইল-৩ আসনে এ এস এম উবায়দুল হক নাসির, টাঙ্গাইল-৪ আসনে মোহাম্মদ লুৎফর রহমান মতিন, টাঙ্গাইল-৬ আসনে রবিউল আওয়াল লাভলু, টাঙ্গাইল-৮ আসনে আহমেদ আযম খান, ময়মনসিংহ-১ আসনে সৈয়দ ইমরান সালেহ, ময়মনসিংহ-২ আসনে মোতাহের হোসেন তালুকদার, ময়মনসিংহ-৬ আসনে মো. আখতারুল আলম, ময়মনসিংহ-৮ আসনে লুতফুল্লাহেল মাজেদ এবং ময়মনসিংহ-৯ আসনে ইয়াসের খান চৌধুরী।
এছাড়া কিশোরগঞ্জ-২ আসনে অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, মুন্সীগঞ্জ-১ আসনে শেখ মো. আবদুল্লাহ, ঢাকা-৪ আসনে তানভীর আহমেদ রবিন, ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলি, ঢাকা-১৫ আসনে মো. শফিকুল ইসলাম খান, ঢাকা-১৬ আসনে আমিনুল হক, গাজীপুর-২ আসনে এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৩ আসনে অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, নারায়ণগঞ্জ-১ আসনে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, নারায়ণগঞ্জ-২ আসনে নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনে মো. আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৫ আসনে মো. মাসুদুজ্জামান, ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ আহমেদ, ফরিদপুর-৪ আসনে শহীদুল ইসলাম বাবুল, গোপালগঞ্জ-১ আসনে মো. সেলিমুজ্জামান মোল্লা, গোপালগঞ্জ-২ আসনে ডা. কে এম বাবর আলী, মাদারীপুর-১ আসনে কামাল জামান মোল্লা, শরীয়তপুর-১ আসনে সাইদ আহমেদ আসলাম।
সুনামগঞ্জ-৩ আসনে মোহাম্মদ কয়সর আহমেদ, সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন মিলন, সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনে মোহাম্মদ আবদুল মালিক, সিলেট-৬ আসনে এমরান আহমেদ চৌধুরী, মৌলভীবাজার-২ আসনে সওকত হোসেন সকু, হবিগঞ্জ-২ আসনে আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জ-৪ আসনে এস এম ফয়সাল, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে এস এ হান্নান, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে মুশফিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে মো. আব্দুল মান্নান, ঢাকা-৬ আসনে ইশরাক হোসেন, সুনামগঞ্জ-১ আসনে আনিসুল হক, কুমিল্লা-৫ আসনে মো. জসিম উদ্দিন, নোয়াখালী-৫ আসনে মোহাম্মদ ফখরুল ইসলাম, কুমিল্লা-১১ আসনে মো. কামরুল হুদা, ফেনী-৩ আসনে আব্দুল আওয়াল মিন্টু, নোয়াখালী-৬ আসনে মোহাম্মদ মাহবুবুর রহমান শামীম, চট্টগ্রাম-২ আসনে সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৪ আসনে কাজী সালাউদ্দিন, চট্টগ্রাম-৫ আসনে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৭ আসনে হুম্মম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ আসনে এরশাদ উল্লাহ এবং চট্টগ্রাম-১৬ আসনে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ঘোষিত প্রার্থীদের নাম প্রাথমিকভাবে নির্ধারিত হলেও মনোনয়ন বোর্ডের চূড়ান্ত অনুমোদনের পরই তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পাশাপাশি যেসব আসনে জোটগত সমঝোতা বা শরিক দলের প্রার্থী নির্ধারণ বাকি আছে, সেসব বিষয়ে সিদ্ধান্ত পরে নেওয়া হবে।
                



               
Comments