আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে দেখা দিয়েছে বিরল এক রাজনৈতিক পরিস্থিতি—একই পরিবারের দুই ভাই এবার মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতায়। বড় ভাই আজিজুর রহমান বিএনপি থেকে এবং ছোট ভাই মোস্তাফিজুর রহমান মোস্তাক জামায়াতে ইসলামী থেকে প্রার্থী হয়েছেন।
সোমবার (৩ নভেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের প্রার্থী তালিকা প্রকাশ করলে এই খবর জানাজানি হয়। মনোনয়ন ঘোষণার পর থেকেই রৌমারী, চিলমারী ও রাজীবপুর এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয় “ভাইয়ে ভাইয়ে নির্বাচন”।
স্থানীয়দের কেউ বলছেন, রক্তের সম্পর্ক এক, কিন্তু রাজনীতির মঞ্চে এখন তারা প্রতিদ্বন্দ্বী। চায়ের দোকান থেকে সামাজিক যোগাযোগমাধ্যম—সব জায়গায় এখন এই দুই ভাইয়ের নির্বাচনই আলোচনার কেন্দ্রবিন্দু।
জামায়াতের প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, আমার বড় ভাই বিএনপি থেকে প্রার্থী হয়েছেন। তবে এতে আমার জনপ্রিয়তায় কোনো প্রভাব পড়বে না। জামায়াতের জনভিত্তি এখন আগের চেয়ে অনেক শক্তিশালী।
অপরদিকে বিএনপি প্রার্থী আজিজুর রহমান জানান, আমার ছোট ভাই একসময় বিএনপিতেই ছিল। পরে জামায়াতে যোগ দিয়েছে। জনগণ আমাকে সমর্থন দিচ্ছে, কারণ আমি দীর্ঘদিন তাদের পাশে ছিলাম।
চিলমারী, রৌমারী ও রাজীবপুর নিয়ে গঠিত কুড়িগ্রাম-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৮ হাজার ৪১২ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬৮ হাজার ৭১১ জন, নারী ১ লাখ ৬৯ হাজার ৬৯২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৯ জন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই আসনে দুই ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতা শুধু স্থানীয় রাজনীতিতেই নয়, জাতীয় পর্যায়েও কৌতূহল ও উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে। এখন প্রশ্ন—ভাইয়ের এই ভোটযুদ্ধে জয়ী হবেন কে?
                



               
Comments